সাঘাটায় জেলা প্রশাসকের আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন

জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল সাঘাটা উপজেলার ছিলমানের পাড়া আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল সরেজমিনে গিয়ে আশ্রায়ণ কেন্দ্রে আশ্রিত ভুমিহীন অসহায় লোকজনের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। আশ্রয়ণ কেন্দ্রের লোকজন বিভিন্ন সমস্যার তুলে ধরলে জেলা প্রশাসক তা সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক, প্রকল্প কর্মকর্তা মিঠুন কুন্ডু, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ ।
এর আগে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপজেলা প্রশসন আয়োজিত কর্মরত গ্রামপুলিশদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ৫ দিনব্যাপী অবিহিতকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা স্থানীয় সরকার এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক প্রমুখ।