সারাদেশ

আটোয়ারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি

“ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার ( ০২ নভেম্বর) জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: ফারুক হোসেন। আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলামের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। আরো বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ, উপজেলা অটো চার্জার বাইক সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন সাজ্জাদ, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সদস্য মোঃ জফর আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সমবায়ের কোন বিকল্প নেই। দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জনগণের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। তাই একত্রিত হয়ে সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। সমবায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সমবায়ের মাধ্যমে শক্তি বৃদ্ধি পায়। তিনি বলেন, বেকারত্ব,দরিদ্র ও অবহেলিত মানুষের কাঙ্খিত মুক্তির হাতিয়ার হচ্ছে সমবায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button