বগুড়ার খবর

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

শীত থেকে বাঁচতে খড় পুড়িয়ে ওম নিচ্ছেন বৃদ্ধ।ছবিঃ সোনাতলা,বগুড়া

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (আজ) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

এদিকে ঘন কুয়াশা ও বাতাসের আর্দ্রতার কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীত নিবারণে অনেককে সড়কের পাশে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে জীবিকার তাগিদে যারা বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

এ বিষয়ে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, “ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।”

এ অবস্থায় শীতজনিত রোগের ঝুঁকি এড়াতে বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button