শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা: রাজশাহী শিক্ষা বোর্ডের ৮৫ কেন্দ্রে ৪৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

আজ রোববার থেকে সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ৮৫ কেন্দ্রে ৪৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার ১ম দিন বাংলা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বগুড়া জেলা স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১০০৪ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৭১ জন, শাজাহানপুর সরকারি চাচাইতারা মাদলা ইউনাইটেড কেন্দ্রে ৬৮১ জন, ধুনট সরকারি নাইম উদ্দীন পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ৫১২জন, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল কেন্দ্রে ৬২৮ জন, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ৪৯৯জন, সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ জন, কাহালু সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে ৩৯৮ জন, নন্দীগ্রাম সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে ২৭৪জন, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮১৬ জন, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৫জন, সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩৯২ জন, গাবতলী পাইলট হাইস্কুল কেন্দ্রে ৬৩০ জন নিয়ে বগুড়া জেলায় ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়াও জয়পুরহাটে ২ হাজার ৩৫১ জন, নওগাঁয় ৫ হাজার ৮৬৬জন, সিরাজগঞ্জে ৬ হাজার ৩৭১জন, নাটোরে ৩ হাজার ৮৩২ জন, পাবনায় ৫ হাজার ৭১৯ জন, রাজশাহীতে ৭ হাজার ৪৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী নিয়ে ওই শিক্ষাবোর্ডে মোট ৪৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, শুধুমাত্র বগুড়া সদরের ২টি সহ অন্য উপজেলা সদরের ১টি করে কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ভালো ফলাফল করার জন্য পরীক্ষার্থীদের মূল পাঠ্যপুস্তক পড়তে হবে। নোট গাইড পরিহার করতে হবে। পরীক্ষা নিয়ে বাড়তি টেনশনের প্রয়োজন নেই। পরীক্ষার দিনগুলোর আগের রাতে বেশি রাত পর্যন্ত না জেগে নির্ধারিত সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button