বগুড়ার খবরশিক্ষা

সোনাতলার শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় চত্বরে প্রকৌশলী সানাউল হক ডিউয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শহিদুল হক টুল্লু, আনন্দ গ্রুপের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ডা. লতিফুল বারী শাকিল, লেফটেনেন্ট কর্নেল (অব.) আব্দুর রহমান। বক্তব্য রাখেন শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুল হাই নারেছ, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ফজলুল করিম মুঞ্জিল, এ্যাড. হালিমুর রশিদ লিটন, ডা. মোঃ সামিউল হক, অধ্যাপক ডা. মোঃ শফিউল হক, সানাউল হক, ডা. নওরোজ অনন্যা, সৈয়দ আহম্মদ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুঞ্জুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কবির প্রমুখ। শেষে অনুষ্ঠানের অতিথিদের মাঝে স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওসমান আমিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button