তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাঘাটায় ছাত্রদলের স্বাগত মিছিল

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বোনারপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান টিটু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিদ ইকবাল সাইফুল, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহায়মূল রিমন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জল শেখ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার হবে।



