সোনাতলায় দুইদিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বৃত্তি পরীক্ষা শুরু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় দুইদিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় সোনাতলা উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪ শ’ ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার প্রথমদিন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বগুড়া জেলা শাখার সভাপতি আজমল হুদা শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক মুকুল ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, সোনাতলা উপজেলা শাখার সভাপতি জিএম খায়রুল আলম, কেন্দ্র সচিব শাহাদত জামান,বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সচিব আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, সোনাতলা শাখার সদস্য আব্দুল হান্নান, রুহুল আমিন, জিয়াউর রহমান শাকিম, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলামসহ সোসাইটিভূক্ত সোনাতলা উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালকবৃন্দ।



