পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ করলেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সোনাতলার পাকুল্লা ইউনিয়নের আমতলি, পাকুল্লা উত্তরপাড়া, চালালকান্দি,শাহবাজপুর, হুয়াকুয়া, শ্যামপুর, মিলনেরপাড়াসহ বিভিন্ন স্থানে ১৫ নভেম্বর, শনিবার দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপনের সঞ্চালনায় গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, সোনাতলা উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক বাদশা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বিএনপি নেতা জি এম আলী হাসান নারুন, বগুড়া জেলা কৃষক দলের সদস্য বকুল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিপ্লব, কৃষকদল নেতা আনারুল ইসলাম লাবু, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রুনু, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমান, বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক দুদাইব হোসেন রিমনসহ বিএনপি ও অংগদলের নেতা- কর্মীরা। উঠান বৈঠক ও গণসংযোগে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌছে দিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের মীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
পরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম উত্তরকরমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



