দ্বন্দ্ব নিরসনে সোনাতলায় বালিয়াডাঙ্গা ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

দ্বন্দ্ব নিরসনের লক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করলেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ইবতেদায়ী মাদ্রাসাটির শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির মধ্যে ক্ষুদ্র একটি বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের কারণে এক পর্যায়ে মাদ্রাসাটির পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। মাদ্রাসাটি নিয়ে সম্প্রতি উভয়পক্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তা নিরসনের জন্য স্থানীয়রা একাধিকবার বৈঠকে বসেন। দ্বন্দ্ব নিরসন না হওয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী দু’পক্ষের লোকদের নিয়ে মাদ্রাসাটিতে বৈঠক করেন। তিনি মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখেন এবং উভয় পক্ষের ব্যক্তিবর্গের শুনানী গ্রহণ করেন।



