বগুড়ার খবর

সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানঃ ২৩০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৩

ইকবাল কবির লেমন

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীরের সার্বিক তত্ত্বাবধানে, এসআই গৌতম চক্রবর্ত্তী’র নেতৃত্বে সোনাতলা থানার একটি আভিযানিক টীম গত ২৫/১০/২০২৫খ্রিঃ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাতলা থানাধীন গড়ফতেপুর গ্রামের মোঃ ফরিদের স্ত্রী মোছাঃ মহসীনা বেগমের অব্যবহৃত ঘর হতে গড়ফতেপুর গ্রামের মোঃ আঃ বাকী আকন্দের পুত্র মোঃ মুরাদ মিয়া (৪৯) এর নিকট থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫২,৫০০ টাকা, সুজাইতপুর (রেইলগেইট) এলাকার মৃত দৌলতুজ্জামানের পুত্র মোঃ জাকির হোসেন (৩৯) এর নিকট থেকে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং গড়চৈতন্যপুর গ্রামের মৃত ফজলুর পুত্র মোঃ খোরশেদ আকন্দ (৫০) এর নিকট থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার এসআই গৌতম চক্রবর্ত্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button