বগুড়ার খবর

সোনাতলার তেকানী চুকাইনগরে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, বাংলা মদ ও গাঁজা

ইকবাল কবির লেমন

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের সর্বত্র হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, বাংলা মদ ও গাঁজা। এই ইউনিয়নে নেশাজাত দ্রব্য এখন সবধরণের নেশাখোরদের আয়ত্বের মধ্যে রয়েছে। বেপরোয়াভাবে এই ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধিতে এখন গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে অসংখ্য স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের পিতা-মাতাসহ সাধারণ মানুষ। বেপরোয়াভাবে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বেড়ে গেলেও আনি-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন দৃশ্যমান হয়না বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে তেকানী ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের পরিচালক আবু রায়হান জানান, ‘তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারী বাজার, মহেশপাড়া চারমাথা, চুকাইনগর যমুনানদীর তীর, তেকানী বড় মসজিদ সংলগ্ন, বালিয়াডাঙ্গা চারমাথা এলাকায় মাদক এখন ওপেন সিক্রেট। এই এলাকাগুলোতে এখন দাপটের সাথে মাদক বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় এই এলাকায় বেড়েছে, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। মাত্র কয়েকদিন আগে আমার প্রতিষ্ঠান থেকে একটি টিউবওয়েল চুরি হয়েছে। এমনিভাবে অনেকের বাড়িতেই প্রতিদিন ঘটছে এমন ঘটনা। প্রজন্মকে বাঁচাতে এখনই প্রশাসনসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিৎ।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। তেকানী চুকাইনগর ইউনিয়নসহ সমগ্র সোনাতলা উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান  আরও বেগবান হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button