সারাদেশ
সাঘাটায় বিএনপি নেতা ফারুকের ৩১ দফা প্রচারণা ও গণসংযোগ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সারকার সাঘাটায় গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজমোড়, ভুতমারা, রাঘবপুর ও পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া, মিয়ার বাজার এলাকায় এ গণসংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘোষণা পত্র প্রচার করেন। এসময় বোনারপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিউল করিম পলাশ, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, সাঘাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, যুবদল নেতা ছদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।



