সারাদেশ
সাঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় যমুনার চরে গরু চরাতে গিয়ে ব্রজপাতে আব্দুল আজিজ(৪২) নামে এক কৃষকে মৃত্যু হয়েছে। নিহত কৃষক খামার পবনতাইড় গ্রামের মকবুল হোসেনের ছেলে। গতকাল রোববার উপজেলার যমুনা নদীর চরাঞ্চল চিনিরপটল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক আব্দুল আজিজ রোববার সকালে চিনিরপটল এলাকায় যমুনার চরে গরু চরাতে গেলে সকাল অনুমান ১১ টায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে আজিজের মৃত্যু হয়। বজ্রপাতের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।



