আগামীকাল সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার নতুন কার্যকরি কমিটির অভিষেক, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র নবনির্বাচিত কার্যকরি পরিষদকে সংবর্ধনা প্রদান, সোনাতলা উপজেলার গুণী ব্যক্তিদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল (২৬-০৯-২৫ খ্রি.) শুক্রবার, বিকাল ৪ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তন, শাহবাগ ঢাকা’য় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক রেজা, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক ও জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন চৌধুরী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক কর্ণেল (অবঃ) জগলুল আহসান, মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি।
অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি বিষয়ে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া জানিয়েছেন, ‘সুন্দর পরিবেশে একটি ভাল অনুষ্ঠান করার জন্য যে ধরণের প্রস্তুতির প্রয়োজন তার সবই নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সোনাতলাকেন্দ্রীক সকলের উপস্থিতি কামনা করছি।’