বগুড়ার খবর

সোনাতলার রাখালগাছিতে প্রতি রাতেই হচ্ছে চুরি, প্রতিকার দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রাখালগাছিতে প্রতি রাতেই হচ্ছে চুরি। প্রায় প্রতি রাতেই এ গ্রাম থেকে চুরি হচ্ছে মোটরসাইকেল, বাইসাইকেল, অটোভ্যান, টিউবওয়েল, পানির পাম্প, সেলাই মেশিন, হাঁস-মুরগী, মসজিদের মাইকের ব্যাটারী, অটোরিক্সার ব্যাটারী, গাছের ফলমুল, নগদ টাকা, মোবাইল ফোনসহ দামি সব জিনিসপত্র। সংঘবদ্ধ চোরচক্রের আতঙ্কে আতঙ্কিত রাখালগাছীবাসী এখন চরম বিড়ম্বিত জীবনযাপন করছে। স্থানীয়ভাবে চিহ্নিত গাঁজাখোর একটি চক্র এই চুরির সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, চোর শনাক্ত করে সেই চোরকে কিছু বলতে গেলে পাল্টা হুমকির শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। চুরিরোধে এখনই কার্যকর পদক্ষেপ দাবি করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে কথা বলেন রাখালগাছী গ্রামের আব্দুল মালেক মাস্টার। তিনি বলেন, ‘চোরের উৎপাতে আমরা একবারে নাকাল হয়ে পড়েছি। দিন দিন এই চুরির মাত্রা বেড়েই চলেছে। চুরিরোধে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।’
বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও রাখালগাছী গ্রামের বাসিন্দা দুদাইব হোসেন লিনাদ বলেন, ‘চোরের আতঙ্কে রাখালগাছী গ্রামের মানুষের ঘুম বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একটি আতঙ্কিত জনপদে বসবাস করছে মানুষ। আমি প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
চুরি বিষয়ে সোনাতলা থানার সেকে- অফিসার, উপ-পুলিশ পরিদর্শক গৌতম চক্রবর্তীর সাথে কথা বললে তিনি জানান, ‘আমরা এ বিষয়ে কোন অবিযোগ পাইনি। চুরিরোধে পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button