হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন এবং প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে প্রারম্ভিক আলোচনা

স্টাফ রিপোর্টার
হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন এবং প্লাটিনাম জয়ন্তী (৭৫ বছর পূর্তি) উপলক্ষে প্রারম্ভিক আলোচনা ১৪ই আগস্ট ২০২৫ তারিখে অনলাইন প্লাটফর্মে এ কে এম আল্লামা ইকবাল (১৯৯২ ব্যাচ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ড. মো আব্দুর রাজ্জাক আকন্দ, সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জনাব প্রকৌশলী আবু তাহের সুজা, সিইও, সিভিল কনসালট্যান্টিং কোম্পানি, জনাব অরূপ কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, জনাব মোশারফ হোসেন প্রধান, অবসর প্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জনাব ডা: আতাউর রহমান লিটন, জনাব ডাঃ এ কে এম জিয়াউল কবির জুঁই, জনাব আব্দুল্লাহ আল মাসুদ, প্রধান শিক্ষক, হরিখালী উচ্চ বিদ্যালয়, নিপুণ চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, হরিখালী প্রাথমিক স্কুল, কৃষিবিদ এনামুল হক, প্রকৌশলী আসাদুল ইসলাম সহ আরো অনেক সিনিয়র সতীর্থবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার সারমর্ম নিম্নে দেওয়া হলো:
১. স্কুল প্রতিষ্ঠার শুরু থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্ৰহণ করতে পারবে কিনা?
২. অনুষ্ঠানের তারিখ নির্ধারণ ( ডিসেম্বর ২০২৬ এর শেষ অর্ধে)।
৩. হরিখালী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ এবং হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ স্যার এর বিদায় সংবর্ধনা।
৪. প্রাথমিক স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র সংবর্ধনা।
৫. আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে আরও একটা অনলাইন মিটিং এবং সেপ্টেম্বর মাসের শেষ দিকে স্কুলে স্বশরীরে একটা মিটিং এর আয়োজন।
৬. ঐ মিটিং এ পুনর্মিলনী সংক্রান্ত কমিটি গঠন এবং সাব কমিটি গঠন সহ বিস্তারিত আলোচনা।
৭. উচ্চ মানসম্মত স্মরণিকা প্রকাশনা
৮. স্মরণিকায় গুণিজনদের বাণী/স্মৃতিচারণ/গল্প। বর্তমান এবং প্রাক্তন শিক্ষকদের তালিকা প্রকাশসহ আরো কিছু আলোচনা করা হয়।