সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের জন্মদিন পালিত

রবিউল ইসলাম শাকিল,

বগুড়ার সোনাতলার ঘোড়াপীরে বিএনপির স্থানীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এবং সোনাতলা-সারিয়াকান্দি (বগুড়া -১) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকিরের জন্মদিন পালন করেছে সোনাতলার বিএনপি পরিবার।
২৫ জুলাই শুক্রবার বিকেলে জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, জালাল উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আহসানুল মোমিনিন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বয়ক পাভেল আহমেদ, যুবদল নেতা সাগর আকন্দ, মনিরুল ইসলাম বিপ্লব, ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জরিফুল ইসলাম,ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণ, শ্রমিক দল নেতা আনারুল ইসলামসহ সোনাতলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।