সত্য প্রকাশের অঙ্গীকারে ৫ম পেরিয়ে ষষ্ঠ বর্ষে জনপ্রিয় নিউজপোর্টাল ‘আলোকিত বগুড়া’

পাঁচ বছরের অদম্য যাত্রা পূর্ণ করে ষষ্ঠ বর্ষে পা দিয়েছে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত নিউজপোর্টাল ‘আলোকিত বগুড়া’। একই সঙ্গে—সত্য প্রকাশের অঙ্গীকারের মধ্য দিয়ে অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা। যাত্রা শুরুর পর থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।
আগামী দিনে ‘আলোকিত বগুড়া’ আরও বেশি মানসম্পন্ন সংবাদ প্রকাশের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি, পাঠকদের জন্য নতুন নতুন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে ‘আলোকিত বগুড়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম.টি.আই স্বপন মাহমুদ বলেন, আলোকিত বগুড়া আমাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান। পত্রিকার শুরু থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।
আমাদের তরুণ ও উদ্যমী সাংবাদিকরা প্রতিষ্ঠালগ্ন থেকে সততার সঙ্গে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। বরাবরই এই প্রতিশ্রুতি মাথায় রেখে আগামীতেও কাজ করে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা খুশি যে, আমরা ৫ বছর পূর্ণ করেছি। আমরা আমাদের পাঠকদের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের এই সাফল্য অর্জনে সাহায্য করেছেন। আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব।’
২০২০ সালের ২১ জুলাই ‘ সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার’—স্লোগানে যাত্রা শুরুর পর দীর্ঘ ৫ বছরের দুর্গম যাত্রাপথে ‘আলোকিত বগুড়া’র পথচলার মূল সহায়ক শক্তি পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ দেশে-বিদেশে অগণিত সুহৃদ-সহযাত্রীদের ‘আলোকিত বগুড়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম.টি.আই স্বপন মাহমুদ’র পক্ষ থেকে বিনম্র অভিবাদন।