বগুড়ার খবর

সোনাতলার তেকানী চুকাইনগর এএম উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

oplus_2

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে সোনাতলা উপজেলা কৃষকদলের উদ্যোগে তেকানী চুকাইনগরে এএম উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিতে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু। এ সময় উপস্থিত ছিলেন তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, আজিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন বাবু,কার্যকরী সদস্য লিয়াকত হোসেন, ছাত্রদল নেতা মারুফ হোসেন, তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন, তেকানী চুকাইনগর ইউনয়ন মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী নানাভাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button