বগুড়ার খবর

সোনাতলায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সংগঠনের মধ্যে সংলাপ সভা

রবিউল ইসলাম শাকিল

সোনাতলায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সংগঠনের মধ্যে সংলাপ সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর ‘হোপ’ প্রকল্পের আয়োজনে বগুড়ার সোনাতলায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে সোনাতলা উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত এই সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোনাতলা থানা থেকে প্রতিনিধিত্ব করেন সাব ইন্সপেক্টর শামিম রেজা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমা শরমা তাজনিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী। এসকল কর্মকর্তারা সেবাভোগীদের সেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নাগরিক সমাজ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন। সংলাপটি সঞ্চালনা করেন হোপ প্রকল্পের মোকামতলা অফিসের সমন্বয়কারী তাইয়্যেবাতুন নেহার প্রীতি। সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক এবং ফিল্ড ফ্যাসিলিটেটর জয়ন্ত রায়।

সংলাপে সরকারি সেবার মান, নাগরিকদের অংশগ্রহণ, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা, এবং সেবার প্রাপ্যতা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং নাগরিক সম্পৃক্ততা সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

পল্লীশ্রীর হোপ প্রকল্পের পক্ষ থেকে এ ধরনের সংলাপ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button