জাতীয়

নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের

নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবীন কর্মকর্তাদের সততা, দক্ষ নেতৃত্ব ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময়ের সঙ্গে বাড়তে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে অবিচল থেকে কাজ করতে হবে।

রোববার (২২ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। এদিন নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২ ‘বি’ ব্যাচ ও ডাইরেক্ট অ্যান্ট্রি অফিসার ২০২৫ ‘এ’ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সেনাপ্রধান মনোজ্ঞ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর সাহসী কমান্ডারদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button