সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সোনাতলা উপজেলা ছাত্রদল শাখার অধীনস্থ সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির আয়োজন করেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মিজান। পরিবেশ সচেতনতা বাড়ানো এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে আরও সচেতন হতে হবে। এই ধরনের উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা প্লাবন, নাজমুল হাসান, আব্দুল মমিন ও আহসান হাবীবসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয় ছাত্রছাত্রী ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা কামনা করেন।