বগুড়ার খবর
সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক বাঁধন


বগুড়ার সরকারি নাজির আখতার কলেজ শাখা ছাত্রদল কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। নবঘোষিত ছয় সদস্যের এই আংশিক কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি এবং আতিকুল ইসলাম বাঁধনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের যৌথ স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।