বগুড়ার খবর
সোনাতলায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সোমবার সকালে সোনাতলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সোনাতলা বগুড়ার উদোগে পাটচাষী প্রশিক্ষণ, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন বগুড়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হালিম, সোনাতলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবিয়া আকতার সুরভী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোনাতলা, বগুড়া মিঠু কুমার সাহা।
প্রশিক্ষণের মনিটরিং কর্মকর্তা হিসেবে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (সংযুক্ত) ও সহকারী প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর ঢাকা মরিয়ম বেগম।