বগুড়ার খবর
ওভারটেক করতে গিয়ে সোনাতলায় নিয়ন্ত্রণ হারালো কার ও ভটভটি: নিহত-১

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলা উপজেলার ছোট বালুয়ায় ওভারটেক করতে গিয়ে কার ও ভটভটি দুর্ঘটনায় কবলিত হয়েছে। এ ঘটনায় ভটভটি আরোহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা হামছাপুর গ্রামের আজাদ হোসেন (বকসি) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভটভটির ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাতলা থেকে বগুড়া অভিমুখে যাওয়ার পথে ছোট বালুয়া নামক স্থানে একটি ভটভটিকে ওভারটেক করতে গিয়ে ভটভটিটির সাথে সজোরে ধাক্কা লাগে ঢাকা-মেট্রো-গ ৩২-৪১৭৭ নম্বরের একটি প্রাইভেট কারের। এতে প্রাইভেট কার ও ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি একটি গাছের সাথে আছড়ে পড়ে। নিয়ন্ত্রণহারা কারটি পতিত হয় পার্শ্ববর্তি ধানের জমিতে। ভটভটি আরোহী আজাদ হোসেন (বকসি) ভটভটি থেকে ছিটকে ভটভটির নিচে পড়ে প্রাণ হারান।