বগুড়ার খবরশিক্ষা

ওরাকলের শাখা পেলো সোনাতলা উপজেলাবাসী

শিমন আহম্মেদ বাদল

হাজার-হাজার বিসিএস ক্যাডার তৈরির কারিগর, দেশ সেরা জব কোচিং Oracle BCS এবং ওরাকল পাবলিকেশন্স এর চেয়ারম্যান মহিবুল ইসলাম স্যারের সাথে, সোনাতলা তথা উত্তরাঞ্চলের আরেক শিক্ষানুরাগী, তরুণ উদ্যোক্তা গোলাম রব্বানী রোমানের সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন। চুক্তি অনুযায়ী ওরাকলের সকল কোর্স এবং প্রকাশনা পাওয়া যাবে বগুড়া জেলার সোনাতলা শহরে। যা এই অঞ্চলের শিক্ষা এবং সরকারি চাকরির বাজারে, ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

সোনাতলা শাখার পরিচালক গোলাম রব্বানী রোমান বলেন, দেশের পুরাতন ও ঐতিহ্যবাহী ওরাকল নামক শিক্ষা পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। সোনাতলা বাসির গর্ব। কেননা, এই কোচিংগুলো সাধারণত উপজেলা পর্যায়ে হয় না। প্রতিটি জেলা শহরে পাবেন এমন কোচিং। আমার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারনে এবং কিছুটা সৎসাহসে কোচিংটি আনতে পারলাম। আমার নিজের পড়ালেখা, বেড়ে উঠা, ঢাকা শহরে হবার কারনে, আমি লক্ষ্য করছিলাম শহর আর গ্রাম, বিশেষ করে আমাদের অঞ্চলের শিক্ষার্থী এবং অভিভাবকদের চিন্তা, ট্রাডিশনাল ও মনোজগতের পার্থক্য। তারা সঠিক গাইডলাইনের অভাবে পড়ালেখাকে সিরিয়াসলি নেয় না অনেকেই। ফলে কোনোমতে পাস করে, চাকরির বাজারে কারি কারি টাকা নিয়ে ঘোরে। বিভিন্ন জায়গায় মোটা অংকের টাকা ঘুষ দিয়ে চাকরি নেবার চেষ্টা করে। কেউ পায় আবার কেউ সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত হয়। এই ট্রাডিশনের পরিবর্তন ঘটাতে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক গাইডলাইন দিয়ে, সচেতনতা তৈরি এবং যোগ্য করে গড়ে তুলে সরকারি চাকরির বাজারে নিজেদের যোগ্যতার প্রমান দিতে চাই। লুফে নিতে চাই সোনার হরিণ খ্যাত সরকারি চাকরি।

এজন্য এই এলাকার সচেতন মহল বিশেষত, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী সবার সহযোগিতা দরকার। সবার সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি আগামি দিনে ভালো কিছু করবে বলে প্রত্যাশা করি ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button