বগুড়ার খবর
সোনাতলায় নাশকতার মামলায় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার


বগুড়ার সোনাতলা উপজেলায় নাশকতার মামলায় স্থানীয় তিন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন জনপ্রতিনিধিও রয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) রাতভর সোনাতলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার হাঁসরাজ গ্রামের মৃত দবির হোসেনের ছেলে আওয়ামী লীগের কর্মী মোঃ মিজানুর রহমান মিঠু (৫০), সোনাতলা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী লালন (৪০) এবং আওয়ামী লীগ নেতা ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মশিউর রহমান সেলিম (৪০)।
ওসি মিলাদুন নবী বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে, আজই আদালতে পাঠানো হবে।