বগুড়ার খবরসারাদেশ
সোনাতলায় ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র রঙিন জামা পেয়ে খুশি শিশুরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলায় ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র রঙিন জামা পেয়ে খুশি শিশুরা। ঈদের আগেরদিন উপহার হিসেবে রঙিন নতুন কাপড় পেয়ে উচ্ছ্বসিত তারা। রোববার (৩০ মার্চ) সকালে সোনাতলার সরকারি নাজির আখতার কলেজের পারুলতলায় সামাজিক সংগঠন ‘ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র উদ্যোগে মহতি এই কার্যক্রমটি বাস্তবায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর উপদেষ্টা, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সোনাতলায় যা যা দেখেছি গ্রুপের অ্যাডমিন ও ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র সদস্য আহনাফ হাবীব অর্ণব, বন্ধু সামাজিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিল, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র সদস্য সাজেদুর রহমান রাশেদ ও সুজন ইসলাম।



