বন্ধু সামাজিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


সমাজসেবামূলক কার্যক্রমে নিবেদিত বন্ধু সামাজিক সংগঠন প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার সংগঠনটির সদস্যরা একত্রিত হয়ে ইফতার ও আলোচনা সভার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে মতবিনিময় করেন।
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা এবং রমজানে ইফতার বিতরণের মতো নানা জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসমিন রিম্পি, সাধারণ সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম মাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের মধ্যে ছিলেন সজিব, আহসান, নিশা, মিথি, রিমা, নুসরাত, রাকিব, ঈশা, জেরিন, কুহেলী, ছোঁয়া, আশরাফুল, জান্নাতি, হাদিয়া, শ্রাবনী, মনি প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংগঠনকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
সংগঠনটির সদস্যরা আশাবাদী, ভবিষ্যতেও তারা সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করে যাবেন।