সারাদেশ

সাঘাটা উন্নয়ন সংস্থার মাসব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে আল কুরআন

সাঘাটা উন্নয়ন সংস্থার মাসব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে আল কোরআন

পবিত্র রমজান মাস উপলক্ষে সাঘাটা উন্নয়ন সংস্থা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সংস্থাটি মাসজুড়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আল কুরআন শরীফ বিতরণ করছে। এ পর্যন্ত ৭টি মাদ্রাসায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, এবং আজ ২৩ মার্চ (রবিবার) ৮ম ধাপে আরও দুটি মাদ্রাসায় কুরআন বিতরণ করা হয়েছে।

আজকের বিতরণ কার্যক্রমে বাঙ্গাবাড়ি ব্রিজ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পাছ গরগরিয়া হাফিজিয়া মাদ্রাসায় কুরআন শরীফ প্রদান করা হয়। এই সময় সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দেলোয়ার হোসেন, কামালেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিকদার এবং সংগঠনের অন্যান্য সদস্যসহ মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।

এর আগে সংস্থাটি গাইবান্ধার বিভিন্ন মাদ্রাসায় কুরআন বিতরণ করেছে। যেসব মাদ্রাসায় ইতোমধ্যে কুরআন পৌঁছানো হয়েছে, সেগুলো হলো তাওহিদিয়া মুহিউসুন্নাহ্ নূরানি হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, ইকরামিয়া খানকা শরীফ ও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, রতনপুর হাফিজিয়া মাদ্রাসা, গুণ ভরি হাফিজিয়া মাদ্রাসা, তাওহিদিদা মহিউসুন্নাহ নূরানী হাফিজিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানা, মুজিবুর রহমান লিল্লাহ বোর্ডিং এবং খন্দকারের বাড়ির রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।

সাঘাটা উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য কুরআন বিতরণের উদ্যোগ তাদের মানবিক কর্মকাণ্ডেরই অংশ বলে জানিয়েছে সংগঠনটি।

সংস্থার এই মহৎ উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তারা মনে করেন, এটি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চার সুযোগ বৃদ্ধি করবে এবং ইসলামী শিক্ষার প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাঘাটা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। তারা চেষ্টা করবে আরও বেশি সংখ্যক মাদ্রাসা ও শিক্ষার্থীর কাছে আল কোরআন পৌঁছে দেওয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button