মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে সোনাতলায় বৈছাআ’র বিক্ষোভ মিছিল


মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার উপর নৃশংস ধর্ষণের ঘটনায় সারা দেশের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। সোনাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ধর্ষণের শিকার আছিয়াসহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২টায় শহিদ সৈকত চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গাজি প্লাজা মোড়, পিটিআই মোড়, স্টেশন এলাকা, উপজেলা পরিষদ ও সোনাতলা থানা মোড় হয়ে পুনরায় গাজি প্লাজা মোড়ে এসে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী রিচি বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।” আরেক আন্দোলনকারী জিহাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “সোনাতলায় যারা ধর্ষণের মনোভাব পোষণ করে, তাদের সতর্ক করছি। কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে, আইন যদি শাস্তি দিতে ব্যর্থ হয়, তবে ছাত্র-জনতা সেই ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।”
উল্লেখ্য, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে।
সারা দেশে শিক্ষার্থীদের এই প্রতিবাদ ও বিক্ষোভে একটাই দাবি—ধর্ষকদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধ আর না ঘটে।