সারাদেশ

আটোয়ারীর আঃ মজিদের দু’টি কিডনি অকেজো; অর্থাভাবে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

মানুষ মানুষের জন্যে- জীবন জীবনের জন্যে,একটু কি সহানুভুতি পেতে পারে না…। ভুপেন হাজারিকার এই গানটি শুধু গানই নয়, বিপদের সময় মানুষের মনে গানটি নাড়া দিয়ে বিবেকবান মানুষের সহানুভুতিতে অনেক অসুস্থ ও বিপদগ্রস্থ মানুষ বিপদমুক্ত হতে পারে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের মোঃ খায়রুল ইসলামের প্রথম পুত্র মোঃ আব্দুল মজিদ (৩০) এর দু’টি কিডনি প্রায় অকেজো হয়েছে। আব্দুল মজিদের স্ত্রীসহ ৬ বছর বয়সী একটি পুত্র ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার জমি জায়গা বলতে কিছু নেই। তারা ৩ ভাই ২ বোনের মধ্যে আব্দুল মজিদ বড়। প্রায় দেড় বছর ধরে তার চিকিৎসায় সংসারের যাবতীয় সম্পদ শেষ করেছে। পরিবারের লোকজন জানান, চিকিৎসক বলেছেন, যদি হায়াত থাকে মোটা অংকের অর্থ ব্যয় করলে উন্নত চিকিৎসায় মহান আল্লাহর রহমতে তাকে ভালো করা সম্ভব। মোটা অংকটা পাবে কোথায়? কিন্তু আব্দুল মজিদ বাঁচতে চায় ! মজিদের কথা , আমি মরে গেলে আমার অবুঝ মাছুম সন্তানদের কি হবে? আর এত পরিমান অর্থ জোগাড় করা আব্দুল মজিদের পরিবারের পক্ষে অসম্ভব। আব্দুল মজিদ তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। এ পরিস্থিতিতে আব্দুল মজিদের চিকিৎসা চালানো পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাড়িয়েছে। তার চিকিৎসার জন্য কোন অর্থ না থাকায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ( দ্বিতীয় তলা, মেডিসিন বিভাগ , কক্ষ নং-২০৪, পুরুষ বেড নং-১৫) চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতালের বেড থেকে আব্দুল মজিদ জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে সমাজের বিত্তবান, স্বচ্ছল, দাতা সংস্থা, প্রবাসী,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের হৃদয়বান দানবীর ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আব্দুল মজিদ আঁকুতি করে বলেছেন, আপনাদের একটু সহানুভুতি পেলে আল্লাহর রহমতে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি।

আব্দুল মজিদকে চিকিৎসায় কেউ সহযোগিতা করতে চাইলে-বিকাশ নম্বর (পার্সোনাল) : ০১৭৭৪০৩৭৩০১

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button