জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি

অভ্র কিবোর্ডের পথিকৃৎ চার বন্ধুকে একুশে পদক: মেহেদী হাসান খানের নৈতিক সিদ্ধান্ত

২০২৫ সালের একুশে পদক পাচ্ছেন ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন অভ্র কিবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান খান। তবে, অভ্র তৈরিতে সহযোগী তিন বন্ধুকেও সম্মানিত না করে তিনি এককভাবে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। এ কারণে অভ্র কিবোর্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চার গুণীকে দলগতভাবে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ‘আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণে আগ্রহী নন। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমরা ক্যাবিনেট থেকে পুরস্কার ঘোষণা করি। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি, কাদের সেলিব্রেট করব।

তিনি আরও উল্লেখ করেন, ‘কালকে মেহেদী হাসান খানের সঙ্গে কথা হলে তিনি পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। তবে পরে তিনি সম্মত হন, কিন্তু একা এই কৃতিত্ব নিতে চাননি। তার তিন বন্ধু—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা—যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে রাজি হননি।’

ফারুকী বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা চার বন্ধুই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসবেন পুরস্কার গ্রহণ করতে।’

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তার পোস্টে আরও লিখেছেন, ‘আমি নিশ্চিত, তাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নতি করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button