বগুড়ার খবর

সোনাতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহণকারীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামে নিজ মালিকানাধীন জায়গায় অপর ব্যক্তি কর্তৃক অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণের বিরুদ্ধে ও যথাযথ আইনী পদক্ষেপের দাবিতে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন ওই গ্রামের মোঃ এরফান আলী মন্ডলের ছেলে মোঃ আবু রেজা রায়হান। ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে তিনি এই অভিযোগপত্রটি প্রদান করেন। একইসঙ্গে অবগতির জন্য জেনারেল চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা, ম্যানেজার, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২, ডেপুটি জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি সোনাতলা জোনাল অফিস, অফিসার ইনচার্জ সোনাতলা থানাকে অভিযোগপত্রটির অনুলিপি প্রেরণ করেছেন।
লিখিত অভিযোগে মোঃ আবু রেজা রায়হান উল্লেখ করেছেন, সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া মৌজার দাগ নং ৯৫০, ৯৫১, ৯৫২ এর ৬.৭৫ শতাংশ জমির বৈধ মালিক হিসেবে সকল কাগজপত্রাদি তাদের অনুকুলে রয়েছে। এতদসত্বেও পদ্মপাড়া গ্রামের মৃত ছাদেক আলী মোল্লার ছেলে মোঃ জাবদুল গত ১২-০৩-২০২০ তারিখে কৌশলে মোঃ আবু রেজা রায়হানদের মালিকানাধীন উল্লিখিত জমিতে রাইচমিল স্থাপন করে অন্য জমির কাগজপত্র দিয়ে বৈদ্যুতিক সংযোগ গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে মোঃ আবু রেজা রায়হান বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সোনাতলা জোনাল অফিস কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সোনাতলা জোনাল অফিস তদন্তসাপেক্ষে ওই অবৈধ বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্নকরনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তি সময় অদৃশ্য কারণে তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে তালবাহানা শুরু করে। এ অবস্থায় মোঃ আবু রেজা রায়হান তার নিজ মালিকানাধীন জমি ফেরত পেতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সাথে কথা বললে তিনি জানান, ‘আমি বিষয়টি দেখছি, নিয়মমতো ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button