বগুড়ার খবর
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ফিরে পেতে পরিবারের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত কালাম সরকারের ছেলে মানসিক ভারসাম্যহীন মোঃ আব্দুল গফুর (৭৮) কাউকে কিছু না জানিয়ে গত ২৮-১১-২০২৪ তারিখে ভোর দেড়টার দিকে গ্রামের বাড়ি হতে বের হয়ে যায়। অদ্যাবধি তিনি আর ফিরে আসেননি। মানসিক ভারসাম্যহীন মোঃ আব্দুল গফুরের উচ্চতা পাঁচ ফুট, তাঁর দাড়িতে মেহেদী দেয়া থাকলেও অনেকটা সাদা অবস্থায় রয়েছে। তিনি স্বল্পভাষী, কাউকে দেখলে শুধু হাসে।
মানসিক ভারসাম্যহীন মোঃ আব্দুল গফুরের সন্ধান পেলে ০১৭৯৪১০১৭৮৭ (মোবাইল ফোন) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তাঁর ছেলে মোঃ আফিন।