৫ ডিসেম্বর গড়ফতেপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল

স্টাফ রিপোর্টার
আগামী ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ মাঠে গড়ফতেপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হবে। সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা’র প্রধান পৃষ্ঠপোষকতায় তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন, তানোর মহিলা ডিগ্রী কলেজ, রাজশাহী’র সহকারী অধ্যাপক হযরত মাওলানা এ.জি.এম. আব্দুল আউয়াল। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ রুহুল আমিন, পঞ্চগড়। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেবেন শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোফাসসিরে কুরআন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা সাইফুল্লাহ (মহেশপুরী)।
তাফসীরুল কোরআন মাহফিলে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন আকন্দ।
মাহফিলের সার্বিক তত্বাবধায়ক হিসেবে উপস্থিত থাকবেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আব্দুল হাদী। অভ্যার্থনায় থাকবেন পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ গোলাম আজম (মুঞ্জু)। মাহফিল পরিচালনা করবেন ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সাদিকুল ইসলাম।
গড়ফতেপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল-২০২৪ এ উপস্থিত থাকতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল-২৪ এর আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম রমজান, যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান (নান্নু)।