বগুড়ার খবর

হয় রাজনীতি করবেন, না হয় শিক্ষকতা করবেন..প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ

কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকরা রাজনীতির উর্ধে থাকবেন, হয় রাজনীতি করবেন, না হয় শিক্ষকতা করবেন। তিনি আরো বলেন, বিগত সরকার বগুড়ার মানুষের সঙ্গে বৈষম্য আচরণ করেছেন। বগুড়ার কথা শুনলেই চাকুরি নেই, পোস্ট ফাঁকা নেই এবং বিভিন্ন অজুহাতে বগুড়ার মানুষকে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আগামীতে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বগুড়াতেই প্রতিষ্ঠিত করা হবে। গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা কলেজ মাঠে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ছাত্র- শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং পরিচালক, বিসিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছাড়াও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ডিকেএম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ হাসানাত আলী। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, সমাজসেবক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, এবিএম আখতারুজ্জামান। পরে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং কলেজ চত্বরে ফলজ বৃক্ষ রোপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button