বগুড়ার খবর

সোনাতলায় কীটনাশক প্রয়োগে পাকা ধান নষ্ট করার অভিযোগ

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কর্তৃক কীটনাশক প্রয়োগে পাকা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে।
এঘটনায় সোনাতলা পৌর এলাকার চমরগাছা ছয়ঘরিয়াপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকারিয়া বাদী হয়ে একই এলাকার হাফিজারের ছেলে সাজু মিয়াকে অভিযুক্ত করে ১২ নভেম্বর সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলে আসছে।
অভিযোগকারী অভিযোগে উল্লেখ করেছেন, প্রতিপক্ষের লোকজন ২ নভেম্বর রাতের আঁধারে তাদের জমিতে লাগানো পাকা ধানে ঘাসমারা ঔষধ (কীটনাশক) ছিটিয়ে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে। এছাড়াও প্রতিপক্ষ কিছুদিন পূর্বে বাড়ির পাশে লাগানো দু’টি কলাগাছ কেটে ফেলে।
এ ব্যাপারে অভিযুক্ত সাজু মিয়া বলেন, অভিযোগকারী হয়তো নিজেই এঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসাতে কৌশল অবলম্বন করেছে। আসলে ওসবের কিছুই জানি না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ছবি দেখে ধারণা করা বা নির্ণয় করা যায় না । সরেজমিনে দেখার জন্য দায়িত্বরত ব্যক্তিকে পাঠিয়েছি। সরেজমিনে দেখে পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে সঠিক দারনা দেয়া সম্ভব হবে।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, অভিযোগের বিষয়ে অবগত নই। অফিসে বসে দেখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button