সারাদেশ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ফজলুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী (কচি) ও মোঃ আবু তাহের দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং করা সহ শতভাগ ব্যবসায়ীদেরকে ডিজিটাল পাল্লা ব্যবহারে উৎসাহীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকটরোধে করনীয়, সকল প্রভাব উপেক্ষা করে টিসিবির পণ্য সঠিকভাবে বিতরণে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সম্প্রতি উপজেলা পরিষদ কর্তৃক নিলাম হওয়া চিহ্নিত গাছ ব্যতিত অন্যান্য গাছ কর্তনরোধে পদক্ষেপ গ্রহন, বৈদ্যুতিক ট্রান্সফার্মা চুরি এবং মাদক প্রতিরোধ সহ আইনশৃংখলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিকে তৎপর থাকার আহবান জানানো হয়। বক্তারা বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা অনেক ভালো। সভাপতির বক্তব্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সবার সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button