বগুড়ার খবর

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

২৯ অক্টোবর বাদ আছর বিলহামলা মদিনাতুল উলূম আলহাজ্ব তমিজ উদ্দিন কওমি হাফেজিয়া মাদরাসা মাঠে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডলের জানাজায় হাজারো মানুষের ঢল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। তিনি ২৯ অক্টোবর সকাল সাড়ে আটটায় বাধ্যক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল প্রায় পচাত্তর বছর। গুণী এই মানুষের মৃত্যুতে শোকাহত এলাকার সাধারণ মানুষ তার কর্মময় জীবনের স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিহার ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আ: ওহাব, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক ঠান্ডা, বিলহামলা হাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আ: লতিফ। এছাড়াও তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, বুড়িগঞ্জ ইউনিয়ন বি এন পি সভাপতি মোকাব্বর হোসেন,বি এন পি নেতা আলমগীর হোসেন, আলহাজ্ব আহসান হাবিব, বিহার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান নামুজা বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক জুয়েল, সহ স্হানীয় সাংবাদিক শিক্ষক, ব্যবসায়ী চাকুরীজীবি ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। মৃত্যুকালে তিনি দুই পুত্র স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button