বিধবা চামেলীকে ঘর নির্মাণ করে দিলো আবাম ফাউন্ডেশন

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলার সেই আলোচিত চার কন্যার জননী বিধবা চামেলীকে ঘর নির্মাণ করে দিলো আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।২৭ অক্টোবর রবিবার বিধবা চামেলিকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, আবাম ফাউন্ডেশনের বগুড়া প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, মিসু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, বগুড়ার সোনাতলা উপজেলার রানীর পড়া গ্রামের মৃত সাজু মিয়া ঢাকার মেঘনা কোস্পানিতে কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। এরপর তার স্ত্রী চামেলী বেগম চার কন্যা সন্তান নিয়ে মহা বিপাকে পড়েন।
সন্তানদের মুখের আহার যোগাতে অন্যের বাড়ি বাড়ি কাজ করতেন চামেলী বেগম। কিন্তু কাজ করে বাড়ি ফিরে শান্তিতে ঘুমানোর আশ্রয়টুকুও ছিলোনা তার। ভাঙা ঘরের নিচে কোনো মতে দিনাতিপাত করতেন বিধবা চামেলী। একটু বৃষ্টি হলেই ভিজতে হতো তাদের। এর সঙ্গে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিবাহযোগ্যা কন্যা সন্তানের বিষয়টি।
অসহায় ওই নারীর কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
ঘর পেয়ে আবাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চামেলী বেগম। আবাম ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।