বগুড়ার খবর

সোনাতলায় বিএনপির বিশাল কর্মীসভায় জনতার ঢল

ইকবাল কবির লেমন ও শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সোনাতলা পৌর সদরের ঘোড়াপীরে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া-১ আসনে বিএনপির সর্বশেষ মনোনিত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন,জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন,বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা কৃষক দলের সভাপতি,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক আবু হাসান পলাশ।
বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান, সদস্য সচিব কামরুল হাসান বাবু, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা জাসাসের সভাপতি উজ্জল হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবির।
কর্মীসভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল।
কর্মীসভায় সোনাতলা উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যোগদান করেন।
কর্মীসভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশে যতোটা না উন্নয়ন করেছে তার চেয়েও বেশি করেছে দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশটার বারোটা বাজিয়েছে। জনরোষে পতিত হয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলেও এখনও তার ও তাদের প্রেতাত্মারা বিভিন্ন স্থানে সরব থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদের থেকে সবাইকে সজাগ থাকতে হবে। তারুণ্যের অহঙ্কার তারেক রহমান অচিরেই দেশে আসবেন। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button