বগুড়ার খবর

সান্তাহারে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ৭৩২ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কারণে পুরোটাই বিকল হয়ে গেলে উত্তর বঙ্গের সাথে প্রায় সাড়ে তিন ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।

২৬ অক্টোবর শনিবার সকাল ৯.৫০ ঘটিকায় সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টাটারে গিয়ে ৬৬২৪ নম্বর ইঞ্জিন বিকল হয়ে মেইন লাইন ব্লক হয়ে গেলে প্রায় সাড়ে তিন ঘন্টা যাবত উত্তর বঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের রেল যোগা যোগ বিচ্ছিন্ন হয়ে পরে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

জয়পুর থেকে দাপ্তরিক কাজে রাজশাহী গামী যাত্রী মুসা কালাম বলেন, মেইন লাইনে এতোটা সময় ধরে বিকল হয়ে পরে থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে তারপরেও কারো কোনো তৎপরতা নাই সচল করার। ফিরতি টিকিটসহ পাঁচবিবি থেকে দাপ্তরিক কাজে যাওয়া মাফুজ, তালেব, হাকিম বলেন, এখানেই আমাদের সময় শেষ এখন আমারা কি করবো?

সান্তাহার স্টেশনের গ্রেড-১ ওয়ান স্টেশন মাস্টার খাদিজা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে অসুস্থতা জনিত কারণে ছুটিতে থাকায় তিনি বিস্তারিত বলতে পারেননি।

এ বিষয়ে এসএম গ্রেড-৪ স্টেশন মাস্টার মাহাবুবা মৌসুমি বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন সকাল ৯.৫০ ঘটিকায় ছেড়ে স্টাটারে গিয়ে ৬৬২৪ নম্বর ইঞ্জিন বিকল হয়ে গেলে কন্ট্রোলকে জানানোর পরে ইশ্বরদী থেকে আসা ৬৬৪০ নম্বরের রিলিফ ইঞ্জিন সংযুক্ত করে তিন ঘন্টা ২০ মিনিট পরে পুনরায় রেল যোগা যোগ স্বাভাবিক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button