বগুড়ার খবর
সোনাতলায় সাব্বির হত্যা মামলার দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নুরে আলম সিদ্দিকী সবুজ,সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
গত ৫ আগস্ট বগুড়ার সোনাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী সাব্বির হত্যা মামলায় সোনাতলা থানা পুলিশ মাহফুজুর রহমান সোহেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে দিগদাইড় ইউনিয়নের একটি চা স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুর রহমান সোহেল দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাব্বির হত্যা মামলার এজাহারভূক্ত আসামী।
পরে শুক্রবার সকালে তাকে কোর্টে চালান করা হয়েছে।