ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাব্বিরের লাশ উত্তোলন

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
কবর দেয়ার ৭০ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোনাতলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরের লাশ। সাব্বিরের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাহামা ও মামলার তদন্তকারী কর্মকর্তা, সোনাতলা থানা পুলিশের এসআই আক্কাস আলী লাশ উত্তোরনের সময় উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনাতলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুরে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকালে প্রতিপক্ষের হামলায় নিহত হন সাব্বির। এ ঘটনায় সাব্বিরের বাবা শাহীন আলম প্রামানিক বাদি হয়ে ওই সময় সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লাশ উত্তোলনের সময় এলাকার সাধারণ মানুষ ছিল অশ্রুসজলে কাতর।