বগুড়ার খবর
ক্যান্সার আক্রান্ত অসহায় বৃদ্ধের চিকিৎসার জন্য মানবিক আবেদন

নুরে আলম সিদ্দিকী সবুজ
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া গ্রামের আশি উর্ধ্ব হতদরিদ্র সায়েদ আলী শেখ চক্ষু ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজবাড়িতে অসহনীয় জীবনযাপন করছেন। আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ব্যয় মেটাতে ইতিমধ্যেই তিনি জমিজমা ও পোষা গরু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন।
দর্জির কাজ করা একমাত্র ছেলের সামান্য আয়ে কোনমতে আহারের ব্যবস্থা হলেও চিকিৎসা অভাবে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছেন ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র সায়েদ আলী শেখ সমাজের বিত্তবানদের কাছ থেকে মানবিক সহায়তা প্রত্যাশা করেছেন।
সহায়তা পাঠানোর হিসাব নং (বিকাশ) ০১৭৪৪-৬৬৫৪৭৪।