সোনাতলায় মধুর ক্যান্টিন বিরিয়ানি হাউজের দ্বিতীয় শাখার উদ্বোধন

নুরে আলম সিদ্দিকী সবুজ,সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলার পিটিআই মোড়ে মধুর ক্যান্টিন বিরিয়ানি হাউজের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। ২ অক্টোবর বুধবার দুপুরে ফিতা কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন রেলওয়ে দোকান মালিক সমিতির সভাপতি একেএম আহসান হাবীব রাজা। তিনি অত্র প্রতিষ্ঠানটির শুভকামনা করে পরিস্কার- পরিচ্ছন্নতা এবং খাবারের গুনগত মান রক্ষার পরামর্শ দেন। প্রতিষ্ঠানটির স্ব^ত্বাধিকারী মোঃ আব্দুস ছালাম শেখ বলেন, মধুর ক্যান্টিন বিরিয়ানি হাউজের দ্বিতীয় শাখায় অত্যন্ত মানসম্পন্ন কাচ্চি বিরিয়ানী, মোরগ পোলাও, সাদা পোলাও, সাদা ভাত, মুরগির রোষ্ট, গরুর ভুনাসহ নানা ধরনের স্বাস্থ্যসম্মত বাহারি খাবার পাওয়া যাবে। তিনি বিরিয়ানি হাউজের খাবারের স্বাদ নেয়ার জন্য খাদ্যরসিকদের আমন্ত্রণ জানান।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম মশিউর রহমান সাধারণ সম্পাদক,রেলওয়ে দোকান মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান,পাভেল,সোহেল সরকার,সবুজ সরকার, জুলফিকার রহমান, জাহাঙ্গীর শেখ, আলো শেখ, রাব্বিসহ দোকান মালিকেরা।