বগুড়ার খবর

ধুনটে নির্বাচিত কমিটির সংবর্ধনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনটে সোনাহাটা ডিগ্রি কলেজের নির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাহাটা ডিগ্রি কলেজের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রভাষক তাইজুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানে শুরু হয়। পরে প্রধান অতিথি ও নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কলেজ অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ধুনট উপজেলা বিএনপির সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, নিমগাছী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজের এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি ফজল এ খুদা তুহিন, নিমগাছী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মহসিন আলী, কমিটির বিদ্যোৎসাহী সদস্য গোলাম মোস্তফা, কমিটির সদস্য তোজাম্মেল হক, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম লিপু, শিক্ষক নুরে আলম সিদ্দিকী, শিক্ষার্থী মুরাদুল ইসলাম। অনুষ্ঠানে ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী জন, নিমগাছী ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব্স এর যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে অক্টোবর সেবা দ্বি-পক্ষ উপলক্ষে ডিজি কল মানবতা আমাদের অনুপ্রেরণা এর আলোকে সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরিক্ষা এবং ছাত্রছাত্রীদের মাঝে ৫০০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

এ সময় লিও জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর রিজিয়ন ডিরেক্টর ক্লাব ও লিও ক্লাব অব ঢাকা শাপলার পাষ্ট প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিব, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম ফয়সাল, জয়েন্ট সেক্রেটারি লিও আবির হাসান, ট্রেজারার লিও তরিকুল ইসলাম নাঈম, স্বেচ্ছাসেবক জিসানুর রহমান তালুকদার, আব্দুল আলিম, তাজমিউল হাসান মুরাদ, শিক্ষক মণ্ডলীসহ স্থানীয় বিশিষ্টজনেররা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button