বগুড়ার খবর

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মহসিন রেজা ,নওগাঁ

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি নিয়ে সতীহাট থেকে দ্রুত গতিতে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌছালে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে আমাদের ছোট ছেলের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। সে কারনেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিলো। এসময় তার নিজ ভ্যানগাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button