বগুড়ার খবর
সোনাতলায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে সোনাতলায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা মঙ্গলবার বিকেলে বগুড়ার সোনাতলায় সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রিমা সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন পল্লীশ্রীর হোপ প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদ মানিক, মোকামতলা, বগুড়া অফিসের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর জয়ন্ত রায়, দেলোয়ার হেসেন, নাগরিক সমাজের সদস্য উম্মে কুলসুম, এম মেহেরুল, শিমন আহম্মেদ বাদল, রিমা সাহা।
সভায় সর্বসম্মতিক্রমে উম্মে কুলসুমকে সভাপতি ও এম মেহেরুলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট নাগরিক সমাজ সংগঠনের সোনাতলা উপজেলা নাগরিক সমাজ সংগঠনের কাযনির্বাহী কমিটি গঠন করা হয়।